অনলাইনে ভর্তি ও ফি সমূহ জমা দেওয়ার জন্য ভিজিট করুন www.mgili.edu.bd ওয়েবসাইটে Online Admission-2023 এ ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। কোনরূপ অসম্পূর্ণ/মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন বাতিল করা হবে ।
# লেনদেন সম্পর্কে তথ্য।
১. আপনার একাউন্টে পর্যাপ্ত ব্যলেন্স রাখুন।
২. একটি মাত্র লেনদেনের মাধ্যমে সম্পূর্ণ ফি (চার্জ সহ) পরিশোধ করতে হবে ।
৩. ভর্তি ফি (চার্জ সহ) কম/বেশি টাকা প্রদান করলে স্কুল কর্তৃপক্ষ দায়ী নয় ।
৪. কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, আপনার নাম, কার্ড নম্বর, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সিভিসি নাম্বার, পিন নাম্বার, ইত্যাদি ভালভাবে জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।
৫. কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, আপনার কার্ডের Two Factor Authentication (2FA) সার্ভিস (নির্দিষ্ট ব্যাংকের জন্য প্রযোজ্য) চালু আছে কিনা তা জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।

৬. মোবাইল ব্যাংকের পেমেন্ট অপশন নির্বাচন করে অর্থ পরিশোধ করুন।

৭. আবেদন সংক্রান্ত জটিলতার জন্য ০১৯০৪ ৬০৬০৭০ / ০১৯০৪ ৬০৬০৯০-এ নাম্বারে যোগাযোগ করুন ।
৮. পেমেন্ট সম্পূর্ণ হবার পর আবেদনকারীকে Payment Receipt মাধ্যমে নিশ্চিত করা হবে ।