মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট ১৯৭৮ সালে এলাকার কয়েকজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিদ্যোৎসাহী ব্যক্তিত্বের মেধা, সদিচ্ছা ও ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠে। যাদের মধ্যে অন্যতম ছিলেন মরহুম আলহাজ্ব ফকির সফির উদ্দিন আহমেদ (১৯৩৪-২০০৮)। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি প্রতিষ্ঠানটি মেধাবী, সৎ ও দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় অত্যন্ত অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি ভাল ফলাফল, সুষ্ঠু-সুন্দর, মনোরম ও নিরাপদ পরিবেশ বজায় রেখে রাজধানীর বুকে সুপরিচিতি লাভ ও সুনাম অর্জন করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, ভাল ফলাফলের জন্য প্রতিষ্ঠানটি ২০০১ ও ২০০২ সালে পরপর দু’বার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি ও পুরস্কার প্রাপ্তির গৌরব অর্জন করে। দেশের নারী শিক্ষা প্রসারে বিশেষায়িত এ প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ৫,০০০ জন ছাত্রী নিয়ে বাংলা মাধ্যমে নার্সারী থেকে দশম শ্রেণী, ইংরেজী ভার্সনে নার্সারী থেকে দশম শ্রেণী, উচ্চ মাধ্যমিক, ডিগ্রী ও অনার্স (বাংলা, ইংরেজী, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ব্যবস্থাপনা ও সমাজকর্ম) ক্লাস পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া আরো কিছু বিষয়ে অনার্সসহ মাষ্টার্স কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীল মানুষ হিসেবে গড়ে তুলতে এবং শিক্ষার সুষ্ঠু মান বজায় রাখার স্বার্থে অত্র প্রতিষ্ঠানে রয়েছে প্রচুর রেফারেন্স সম্বলিত সমৃদ্ধ গ্রন্থাগার, বিজ্ঞান গবেষণাগার ও আধুনিক কম্পিউটার ল্যাব। অনার্স বিষয়গুলোর জন্য আছে পৃথক সেমিনার। ছাত্রীদের ইনডোর খেলাধুলার জন্য আধুনিক সরঞ্জামসহ আউটডোর খেলাধুলা ও সাংস্কৃতিক বিকাশের জন্য রয়েছে সুবিশাল খেলার মাঠ এবং একটি আধুনিক অডিটোরিয়াম, শহীদ মিনারসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক আয়োজিত জোন ও বিভাগীয় পর্যায়ে হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন ও এ্যাথলেটিক্স সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার কৃতিত্ব ও গৌরব অর্জন করেছে। ছাত্রীদের সুশৃঙ্খল ও সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বি.এন.সি.সি ও গার্লস গাইডের কার্যক্রম বিদ্যমান রয়েছে। এছাড়াও ছাত্রীদের মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে বাৎসরিক শিক্ষা সফর, বনভোজন, ক্রীড়া, মিলাদ-মাহফিল, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দেয়াল পত্রিকা, ম্যাগাজিন প্রকাশ, বই মেলা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। একটি আদর্শ ও যুগোপযোপী শিক্ষা প্রতিষ্ঠান রূপে এর অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ, অধ্যক্ষ ও শিক্ষক-কর্মচারীবৃন্দ সদা সচেষ্ট। দেশে নারী শিক্ষা বিস্তারে একটি নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট অন্যতম বিদ্যাপিঠ হিসেবে সুপ্রতিষ্ঠিত।